ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি রোববার (২০ জুলাই) সকালে উদ্বোধন হয়েছে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম কায়সার এলিনসহ শহীদ পরিবারের সদস্যরা।
শেখ ফরিদ বাহার বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে জেলার প্রতিটি গ্রাম, মহল্লা ও ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। বিভিন্ন বৃক্ষের পাশে শহীদদের নাম লেখা থাকবে।’