তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের তিন বারের (সাবেক) চেয়ারম্যান মো: আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সমস তাকে গ্রেফতার করা হয়।
জানা যায় তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সময়ে উপজেলার বালিজুড়ী স্থানীয় বাজার থেকে তাকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নম্বর-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা ১৫(৩)/২৫ইং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’