খাগড়াছড়িতে নদীর স্রোতে ভেসে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি এলাকার মাইনি নদী থেকে তড়িৎ চাকমার লাশ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল |নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়ি উপজেলায় নদীর পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দীঘিনালার তড়িৎ চাকমার (৫৫) লাশ নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাইনি নদী থেকে এবং লক্ষ্মীছড়ির উক্রাচিং মারমার (১৯) লাশ খাল থেকে উদ্ধার করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি এলাকার মাইনি নদী থেকে তড়িৎ চাকমার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল শুক্রবার সকালে মাইনি নদীর স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। ঘটনার পরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।

জানা গেছে, ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান ডুবুরি দলের নেতৃত্ব দেন। লাশ উদ্ধারের পর দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় গতকাল শুক্রবার খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া উক্রাচিং মারমার লাশ ওই দিন বিকেলেই উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে তার লাশ উদ্ধার করে।

লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত কমকর্তা) মো: রফিক আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেতু বড়ুয়ার মাধ্যমে লাশ সৎকারের জন্য উক্রাচিং মারমার পরিবারের লোকজনকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।