১৯ জুলাইকে তুরাব দিবস হিসেবে পালন করতে চাই : আরিফুল হক

শনিবার (১৯ জুলাই) রাত ১০টায় তার নিজ বাড়ি কুমারপাড়ায় আয়োজন করেন স্মরণসভা ও দোয়া মাহফিলের।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাংবাদিক তুরাব স্মরণসভায় বক্তব্য রাখছেন আরিফুল হক চৌধুরী
সাংবাদিক তুরাব স্মরণসভায় বক্তব্য রাখছেন আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

সিলেটে চব্বিশের ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এ টি এম তুরাবকে স্মরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) রাত ১০টায় তার নিজ বাড়ি কুমারপাড়ায় আয়োজন করেন স্মরণসভা ও দোয়া মাহফিলের।

এ সময় আবেগতাড়িত হয়ে বক্তৃতা দেন আরিফুল হক চৌধুরী। বক্তৃতায় তিনি বলেন, ‘ওই দিনের ঘটনা আমি কোনোদিনও ভুলতে পারব না। ওইদিন পুরান লেন থেকে বিএনপির মিছিল বের হয়। ওই মিছিলেই পুলিশ গুলি ছোড়ে। আমাকে নেতাকর্মীরা আগলে রাখে। এরপর শুনি তুরাব গুলিবিদ্ধ হয়েছে। ১৯ জুলাই আমাদের সিলেটের জন্য একটি বেদনাদায়ক দিন। আমি সকল সাংবাদিকের কাছে এই দিনটি যেন তুরাব দিবস হিসেবে পালন করা হয় এই দাবি রাখছি।’

পরে শহীদ তুরাবের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেদওয়ান আহমদ। মোনাজাতে জুলাইর গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী সাবেক সাধারণ সম্পাদক আহমেদ নূর, সাংবাদিক নেতা মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ প্রতিদিনের সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, সাংবাদিক বদরুদ্দোজা বদর, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক আহবাব মোস্তফা খান প্রমুখ।