মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজ নির্মাণের ঘোষণার পর এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই করতে ঢাকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি বিশেষ টিম জেলা সদরে আসেন।
বুধবার (২০ আগস্ট) সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মেডিক্যাল কলেজ নির্মাণের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন টিমের সদস্যরা।
এসময় তাদের সাথে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল জেলা প্রশাসনের আয়োজনে ‘মুন্সীগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা’ শেষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ‘খুব দ্রুত মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে, এক থেকে দুই মাসের মধ্যেই উদ্বোধন সম্ভব।’ তবে ঘোষণার তিন মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি।
তবে আশার খবর, ইতোমধ্যে প্রক্রিয়া কিছুটা এগিয়েছে। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ টি এম ওবাইদুল্লাহ জানিয়েছেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিক্যাল কলেজের ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ভেতরে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি পুরাতন কাচারি এলাকায় নির্মাণ হবে একটি বহুতল ভবন।