পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে যুব উন্নয়ন অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইদ্রিস আলী সরকার। এছাড়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, সফল আত্মকর্মী ডা: বুরহান উদ্দিন, সাইফুল ইসলাম, মীম আক্তার প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে চারজন সফল আত্নকর্মীকে গবাদীপশু ও হাসমুরগী পালনের জন্য তিন লাখ টাকা ঋন বিতরন করা হয়।