সিলেটে রেলওয়ের জমিতে থাকা মসজিদ ভেঙে দিল প্রশাসন

বাঁশ ও টিন দিয়ে নির্মিত মসজিদটি আর নেই। পড়ে আছে বাঁশের বেড়া ও ভাঙা সামগ্রী। মাটিতে পড়ে থাকা একটি ব্যানারে স্পষ্ট দেখা যায় ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
পড়ে আছে মসজিদটির বাঁশের বেড়া ও ভাঙা সামগ্রী
পড়ে আছে মসজিদটির বাঁশের বেড়া ও ভাঙা সামগ্রী |নয়া দিগন্ত

সিলেট রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমিতে বাঁশ ও টিন দিয়ে নির্মিত ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ ও টিন দিয়ে নির্মিত মসজিদটি আর নেই। পড়ে আছে বাঁশের বেড়া ও ভাঙা সামগ্রী। মাটিতে পড়ে থাকা একটি ব্যানারে স্পষ্ট দেখা যায় ‘৩৬০ আউলিয়া জামে মসজিদ’।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে মসজিদটি ভাঙা হয়।

মসজিদের মোতওয়াল্লি পরিচয় দেয়া একজন জানান, ‘সরকারি জায়গায় নির্মিত হওয়ায় প্রশাসন এটি উচ্ছেদ করেছে। তবে স্থানীয় মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটি নির্মাণ করা হয়েছিল।’

এক পরিবহন শ্রমিক জানান, ‘আমি নিয়মিত এখানে নামাজ পড়তাম। আজ এসে দেখি সব ভেঙে ফেলা হয়েছে।’

জানা যায়, গত বছর রেলওয়ের জমিতে স্থানীয় কিছু ব্যক্তি এ মসজিদ নির্মাণ করেন। ২২ অক্টোবর রাতে জেলা প্রশাসক মো: সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মসজিদটি সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় দেন। নির্ধারিত সময় শেষ হলেও মসজিদ না সরানোয় শনিবার অভিযান চালিয়ে সেটি ভেঙে ফেলা হয়। এর আগে প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কমিটিকে কোরআন শরীফসহ অন্য গুরুত্বপূর্ণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, ‘সরকারি জায়গা দখল করে কেউ মসজিদ বানাতে পারে না। রেলের নির্ধারিত মসজিদ আগেই আছে। তাই নতুন করে আরেকটি মসজিদের প্রয়োজন নেই।’

তিনি আরো বলেন, ‘একদল প্রভাবশালী ব্যক্তি পরিকল্পিতভাবে রেলের সরকারি জায়গা দখল করে স্থাপনা তুলেছিলেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিগগিরই এ জায়গাটি পুনরুদ্ধার করে রেলের ব্যবহারের উপযোগী করা হবে।’