রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
আজ বুধবার এক শোকবার্তায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা।
একইসাথে দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। ফলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।
ইতোমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র : বাসস