লক্ষ্মীপুরে ঝর্ণা রাণীর ঘরের দায়িত্ব নিলেন ড. রেজাউল করিম

‘মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যেই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ড. রেজাউল করিম
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ড. রেজাউল করিম |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের হিন্দু নারীর ঘর তৈরি করে দেয়ার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো: রেজাউল করিম।

রোববার (৬ জুলাই) ওই ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ড আমানুল্ল্যাপুর গ্রামে গণ সংযোগে গেলে ওই নারীর সাথে কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার আমানুল্ল্যাহপুর গ্রামে সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ড. রেজাউল করিম।

এ সময় তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব নেন।

ড. রেজাউল করিম বলেন, ‘মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যেই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

স্থানীয়রা বলেন, ‘এটি একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এ সময় অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানার আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাংগাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী,ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল, কার্তিক চন্দ্র শীল, শ্যামল মজুমদার, দিলীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।