ভালুকায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

‘পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু |নয়া দিগন্ত

বন্ধুদের নিয়ে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে নাবেদুল হাসান নাবিল (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড খিরু ব্রীজের দক্ষিণপাড়ে অবস্থিত আশরাফুল উলুম কওমী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র নাবিল মাদরাসার পাশে একটি পুকুরে পড়ে মারা যায়।

নাবিল ভালুকা উপজেলার কাইচাঁন গ্রামের প্রবাসি উসমান মিয়ার ছেলে।

ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।