২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবারও জেলার শীর্ষ স্থান দখল করেছে। এবার এই কলেজ থেকে মোট ১৪৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪৭২ জন উত্তীর্ণ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৯২ জন।
এরপরে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ২৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬৬ জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।
এদিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে সদরের জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজ থেকে ২২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৭৩ জন পাস করেছে। যেখানে পাসের হার প্রায় ৮০ ভাগ।