মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ দুই নেতার কর্মী-সমর্থকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভের এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির মরহুম মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রচার-প্রচারণা ও নানা কর্মসূচি চালিয়ে তারা মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন।
কিন্তু বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে ক্ষোভ প্রকাশ করেন বাবলু ও তোজার সমর্থকরা। পরে শতাধিক নেতাকর্মী মহাদেবপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভে বাবলুর অনুসারীরা স্লোগান দেন—
‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’
‘মানিকগঞ্জের অহংকার খন্দকার দেলোয়ার’
‘দেলোয়ার কাকার স্মরণে ভয় করি না মরণে’।
অন্যদিকে তোজাম্মেল হক তোজা সমাবেশে বলেন, ঘিওর-দৌলতপুর-শিবালয়ের গণমানুষের পরামর্শক্রমে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। ধানের শীষের মনোনয়ন আমরা আদায় করেই ছাড়বো।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।



