জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুরুজ আলী নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ডাল বেপারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার এলাকার হাসমত আলীর ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে জেনে পুলিশ পাঠিয়েছি। লাশ জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



