সিলেটের ওসমানীনগরে দস্যুতার অভিযোগে উপজেলা যুবদলের প্রথম (১ম) যুগ্ম-আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন মুঠোফোনে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী সোহেলের বাড়িতে আহবাবুল হোসেন আহবাবের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শুক্রবার ওসমানীনগর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০ থেকে ৪৫জন অজ্ঞাত পরিচয় লোককে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিমপুর গ্রামের চারজনকে ও ১৫১ ধারায় ১১জনসহ মোট ১৫ জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। বিষয়টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।



