নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাপায় ইমান আলী ফকির (৪০) নামে এক মোটরসাইকেলচালক যুবক নিহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সাত মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান আলী ফকির উপজেলার বাঁশিলা মধ্যপাড়ার মো: আব্দুল জলিল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কর্মস্থল বগুড়ায় গ্রামীণ ব্যাংকে যাওয়ার পথে সাত মাথায় ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন ইমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেল জানাজা শেষে সামাজিক গোরস্তানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



