খাগড়াছড়ির রামগড় উপজেলায় ঝোপের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রামগড় ইউনিয়নের যৌথ খামার সরকারি বিদ্যালয়ের কাছে ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।
রামগড় থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর উদ্দিন ও এএসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা এলজির দৈর্ঘ্য প্রায় ১৮ দশমিক পাঁচ ইঞ্চি এবং এটি কাঠের বাটসহ ছিল। জব্দ করা আলামত থানায় রাখা হয়েছে এবং আইনিপ্রক্রিয়া চলমান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা তৎপর রয়েছি। পুলিশ সুপার মো: আরেফিন জুয়েলের নির্দেশনায় রামগড় এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, রামগড় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় সম্প্রতি অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।