টঙ্গীতে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গ্রেফতার আসামি।
গ্রেফতার আসামি। |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় চাঞ্চল্যকর সোহেল রানা (৩০) হত্যা মামলার দুই আসামি স্বাধীন (২৮) ও মুন্নাকে (২৫) পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব–১।

রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার বাসিন্দা নিহত সোহেল রানা স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতেন। গত ৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে দোকানে না গিয়ে অজ্ঞাত স্থানে গেলে তিনি নিখোঁজ হন। পরদিন ৯ নভেম্বর সকাল ৯টায় দক্ষিণ আরিচপুর এলাকায় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সংলগ্ন বিআরটি প্রকল্পের ৬৭ নম্বর পিলারের নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় সোহেলের বাবা বাবুল হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা রুজু করেন। মামলার পর র‌্যাব–১ তদন্ত ও অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় র‌্যাব–১ -এর উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ নভেম্বর রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো: স্বাধীনকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার চুয়াডাঙ্গা স্টোরের সামনে থেকে গ্রেফতার করে। পরবর্তীতে একই মামলার আরেক পলাতক আসামি মো: মুন্নাকে ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকার কাকাব খেয়াঘাট থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব–১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো: রাকিব হাসান, পিপিএম।