রাকিবুল ইসলাম ধুনট বগুড়া
গাজীপুর জেলার কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে বগুড়ার ধুনটের একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের ছাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮), তার স্ত্রী নাসরিন আক্তার (২৭) ও ছেলে আবু হুরাইরা (১৪) বলে নিশ্চিত করেছেন কালেরপাড়া ইউপি সদস্য আব্দুর রশিদ। নিহত অপরজন সিএনজি চালক।
জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় পোষাক কারখানায় চাকরি করে আসছেন। তার বাবা ছাবেদ আলী অসুস্থ হওয়ায় ঘটনার দিন জাহিদুল তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসতে ছিলেন। পথিমধ্যে কাভার্ডভ্যানের সাথে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একই পরিবারের দুইজন পরে আরো দুইজন মারা যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চালকসহ নিহত চারজনের মধ্যে তিনজন ধুনটের একই পরিবারের সদস্য।
তিনি আরো জানান, লাশগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
 


