যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামে শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

Location :

Jashore

যশোর অফিস

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বছিরের ছেলে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামে শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদের স্বজনেরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।