কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নিখোঁজের ২০ ঘন্টা পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নৌকাডুবির স্থান থেকে তিন কিলোমিটার দূরে ব্রাহ্মনখালী বটতলা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত শিক্ষার্থীরা হলেন- উপজেলার চরফরাদী ইউনিয়নের চর আলগী গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৯) এবং হাবীব মিয়ার ছেলে আবির (৭)। তারা দু’জনেই পাশের গফরগাঁও (পাগলা) থানার বিরুই নদীর পাড় আলীয়া মাদরাসার তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসায় যাওয়ার পথে নয়জন শিক্ষার্থীকে নিয়ে পাশের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীনস্থ বিরই নদীর পাড় দাখিল মাদরাসায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিখোঁজ হয় তিন শিক্ষার্থী। নিখোঁজের দেড় ঘণ্টা পরে স্থানীয় জেলেদের জালে নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের লাশ উদ্ধার হয়। সে একই গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে। দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ এবং গফরগাঁও ইউনিটের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ বাকি দুই শিক্ষার্থীকে উদ্ধারে ব্যার্থ হয়। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখে। ঘটনার পরদিন সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ তিন কিলোমিটার দূরে নদীর তীরে ভেসে এলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্থান্তর করে।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন বলেন, ঘটনার সাথে সাথেই পাকুন্দিয়া উপজেলা প্রশাসন স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে গতকাল মঙ্গলবার এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বাকি দুই শিক্ষার্থীর লাশ নদের তীরে ভেসে আসার খবর পাই। এ ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে সরকারিভাবে সব ধরনের সাহায্য করা হচ্ছে।