টাঙ্গাইলে আন্ত:জেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যমুনা সেতু মহাসড়কে ৫০ লাখ টাকার পামওয়েল ডাকাতির ঘটনায় মঙ্গলবার (২৪ জুন) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকার ডেমরা সারুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাছি উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।
পুলিশ সুপার জানান, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের একটি ট্রাক ৭৫টি ড্রামে পামওয়েল তেল নিয়ে নাটোরে যাচ্ছিল। ট্রাকটি রাত দেড়টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছলে ডাকাতেরা একটি পিকআপ দিয়ে গতিরোধ করে ট্রাকসহ ৭৫ ড্রাম তেল লুট করে নিয়ে যায়। ট্রাকসহ পামওয়েল তেলের মূল্য ৫৮ লাখ ৬৩ হাজার ২৬৫ টাকা। এ ঘটনায় যমুনা সেতু পূর্ব থানায় মামলা হয়। গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত ৭৫ ড্রাম পামওয়েল তেল ও ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।