সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে দিরাই পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর রাজনৈতিক দল, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে পৌর রাজস্ব আয় ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি ও অন্য উন্নয়ন হিসাব খাতে ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় অবকাঠামো নির্মাণ খাতে ধরা হয়েছে সর্বোচ্চ ১০ কোটি ৫৭ লাখ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লাখ ৯০ টাকা।
এ ছাড়া রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, ঘাটলা নির্মাণ ও নলকূপ স্থাপন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধরের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশীদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাফিক ইসমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মফিজুল ইসলাম খান, এসআই আব্দুল্লাহ প্রমুখ।