নাটোরের নলডাঙ্গার মাধনগর ইউনিয়নে হালতির বিলে এই প্রথম সোলার পাম্প দিয়ে ইরি চাষ পদ্ধতি চালু করেছেন এক কৃষক। নিজ প্রচেষ্টায় এ সোলার পাম্প চালু করেন উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মো: জায়েদ আলী মীরের ছেলে মো: রমজান আলী।
২৬০০ ওয়াটের এ সোলার পাম্প দিয়ে ৩ হর্সের মোটর চলছে। সোলারটি চারদিকে ঘোরানো যায়। ফলে যেদিকে সূর্যের আলো পড়বে সেদিকে ঘোরানো যাবে। এ সোলার পাম্প দিয়ে ১৫ বিঘা ইরি ধানে সেচ দেয়ার আশা করছেন তিনি।
কৃষক রমজান আলী জানান, তিনি নিজ উদ্যোগে বাড়িতে এ সোলার পাম্প তৈরি করেছেন। এ সোলার পাম্প তৈরিতে তার মোট দুই লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। সোলার পাম্প দিয়ে ১৫ বিঘা জমির ইরি ধান চাষ করার আশা করছেন। এ সোলার পাম্পে পানি সেচ করতে কোনো ঝামেলা হয় না। ভার্টিক্যাল করা আছে, শুধু সুইচ অন করলেই পানি ওঠে।
তিনি বলেন, ‘এ সোলার পাম্পের ২০ বছরের গ্যারান্টি রয়েছে। স্বল্প খরচে ধান চাষ করতে পারবো। অন্যদিকে মেশিন দিয়ে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় এক হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়, যা ব্যয়বহুল। শীতকালে মেশিন স্টার্ট করাও খুব কষ্টকর। এছাড়াও চৈত্রমাসে পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে অনেক সময় মেশিনে পানি ওঠে না। কিন্তু সোলার পাম্পে মোটর থাকায় পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যাবে।’
কেউ সোলার পাম্প স্থাপন করতে চাইলে সার্বিক সহযোগিতা করতে পারবেন এবং নিজে তৈরি করে দিতে পারবেন বলে জানান তিনি।
নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘হালতির বিলে পরিবেশবান্ধব সোলার পাম্পের দ্বারা ইরি চাষ ভালো উদ্যোগ। কৃষকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।’



