সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েলের মনোনয়ন সংগ্রহ

‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে হবে। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।’

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
জামায়াত প্রার্থী তোফায়েলের মনোনয়ন সংগ্রহ
জামায়াত প্রার্থী তোফায়েলের মনোনয়ন সংগ্রহ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মু: আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া ও জেলা আইবিডব্লিউএফের সভাপতি ফরিদ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন, ‘আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে হবে। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হলে সুনামগঞ্জ-১ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করা হবে ইনশাআল্লাহ।’