রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের শরীফ মিয়া

নরসিংদী রায়পুরার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
এস এম শরীফ মিয়া
এস এম শরীফ মিয়া

নরসিংদী রায়পুরার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২০২৭ কমিটিতে নয়া দিগন্ত রায়পুরা উপজেলা সংবাদদাতা এস এম শরীফ মিয়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক ও কোষাধ্যক্ষ পদে বিনা বেগম নির্বাচিত হন।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো: মাসুদ রানার পরামর্শক্রমে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা জয়নুল আবেদিন, মোছলেহ উদ্দিন বাচ্চু, মো: ফারুক মিয়া, মো: মোস্তফা খান ও মো: বশির আহমেদ মোল্লা, উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া ইতু ও রায়পুরা পৌরসভার বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এস এম শরীফ মিয়া, সহ-সভাপতি ফরিদ মিয়া ও তন্ময় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ, সহ-সাধারণ সম্পাদক একেএম সেলিম ও হারুনুর রশিদ, দফতর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক মো: শফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম লিটন, মাজেদুল ইসলাম, রুস্তম মিয়া ও ফাহিম আহমেদ খান।

নবগঠিত রায়পুরা প্রেসক্লাবের কার্যনির্বাহী এই কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবে।