জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী আট দলের সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগরীর শিববাড়ী মোড়ের (বাবরীচত্বর) সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন নেতাকর্মীরা।
দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আট দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি প্রমুখ।



