নাটোরে ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে ভূষনগাছা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
রিমির লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান
রিমির লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান |নয়া দিগন্ত

নাটোরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নিখোঁজ শিশু মোছা: রিমি খাতুনের (৮) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে ভূষনগাছা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে। এ সময় খবর পেয়ে নিহত রিমির নানার বাড়ির লোকজন সেখানে এলে তার লাশ শনাক্ত করেন। রিমি খাতুন নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের মো: রবিউল ইসলামের মেয়ে এবং পিপরুল সেন্টার এলাকার মো: সাইফুল ইসলামের নাতনী। রিমি বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, রিমি খাতুন তার নানি মোছা: মাজেদা বেগমের সাথে গোসল করতে যায় বারনই নদীর পিপরুল সেন্টার ঘাটে। নিহত রিমি খাতুন নানীর আশপাশে গোসল করা অবস্থায় তলিয়ে যায়। বৃদ্ধা নানি সাতার কাটতে না পারায় চিৎকার করতে থাকে। নানির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় প্রায় দু’ঘণ্টা খোঁজাখুঁজির পর না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা পরও সন্ধান পায়নি। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যা ৭টার দিকে অভিযানে নামে। রাজশাহী ডুবুরি দল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও রিমিকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে অভিযান চালিয়েও লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গতকাল ১৫ মে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পিপরুল সেন্টারের ঘাটে বারনই নদীতে গোসল করতে নেমে রিমি নামে আট বছরের শিশু নিখোঁজ হয়। বিকেল আনুমানিক ৩টার দিকে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায়।