ময়মনসিংহে বিজিবি’র সংবাদ সম্মেলন

অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে

আন্তর্জাতিক সীমারেখায় ভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি গরীব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষদের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে বিজিবির সংবাদ সম্মেলন
ময়মনসিংহে বিজিবির সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ময়মনসিংহে বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: মেহেদী হাসান বলেছেন, ‘সীমান্তের অতি নিকটবর্তী ১৫০ গজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভূমির প্রকৃতি পরিবর্তন এবং সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইদানীং প্রভাবশালীদের দৌরাত্ম্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।’

আন্তর্জাতিক সীমারেখায় ভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি গরীব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষদের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়ান ৩৯ বিজিবি’র মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে সীমান্ত এলাকায় বিনা অনুমতিতে এবং অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ‘সীমান্তবর্তী এলাকার নদী থেকে অবাধে বালি উত্তোলন সীমান্তের শূন্য রেখা এবং আন্তর্জাতিক সীমানাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনায় বিষয়টি সকলকে অবহিত করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।’

তিনি বলেন, ‘বালু পরিবহনের ফলে সীমান্ত সড়কসহ কাঁচা রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দীর্ঘদিন যাবৎ সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ কল্পে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। প্রতিটি বিওপি গড়ে ৫-৮ কি.মি. সীমান্তবর্তী এলাকা প্রহরা দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে বরাক নদীতে ইজারাবর্হিভূত এলাকা থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ বালু কিছু কুচক্রিমহল এবং অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ওই নদী হতে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের কবলে পড়ে বাংলাদেশের মূল ভূখণ্ডসহ কৃষি জমি, সীমান্ত পিলার, স্থানীয় জনসাধারণের বসতবাড়িসহ নদীগর্ভে বিলীন হয়ে আন্তর্জাতিক সীমারেখা পরিবর্তিত হওয়াসহ নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ বিজিবি সামাজিক দায়বদ্ধতা থেকে বরাক নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইদানীং সীমান্তের যাটাপাড়া এলাকায় ময়মনসিংহের জেলা প্রশাসক কর্তৃক ইজারা প্রদানকৃত জায়গাটি মৌজা নম্বর ১১১ বরাক ঘোষগাঁওয়ের অন্তর্ভুক্ত হলেও রাতের আঁধারে স্থান পরিবর্তন করে ইজারাদার কর্তৃক অবৈধ বালু ব্যবসায়ীদের সাথে যোগসাজসে ১০৭/১০৮ নম্বর মৌজা থেকে বালু উত্তোলন করা হচ্ছে যা সীমান্তের নিকটবর্তী এবং ইজারা প্রদানকৃত জায়গার অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে ১০৭ এবং ১০৮ নম্বর মৌজার দুমনিকুড়া এলাকা থেকে রাতের আধারে ড্রেজার দিয়ে অবৈধ বালু ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যা পরবর্তী সময়ে ইজারাকৃত জায়গার বৈধ বালু দাবি করে অবৈধভাবে পাচার করা হচ্ছে।’

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, ‘ইতোমধ্যে চারটি সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে দু’টি পিলার বিলুপ্ত এবং দু’টি পিলার ধসে পড়েছে। বিভিন্ন সময়ে লক্ষাধিক ঘনফুট বালু এবং ১০০ গাড়ি জব্দ করা হয়েছে। কিন্তু আইনের ফাঁকে এসব বালু ও গাড়ি প্রভাবশালীরা নিয়ে যাচ্ছে।’ ইদানীং প্রভাবশালীদের দৌরাত্ম্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলেও মনে করেন তিনি।

সূত্রমতে, সীমান্তসংলগ্ন নদী হতে বেসামরিক ব্যক্তিবর্গ কর্তৃক উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়টি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার অবগত রয়েছেন। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও বিজিবি’র যৌথ উদ্যোগে টাস্কফোর্স অভিযান চলমান রয়েছে। বিজিবি কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা সত্ত্বেও ইজারাকৃত জায়গার বাইরে অন্য মৌজা থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সীমান্তের অতি নিকটবর্তী ১৫০ গজ এলাকার মধ্যে ভূমির প্রকৃতি পরিবর্তন এবং সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা নিয়মবহির্ভূতভাবে অবৈধ বালু উত্তোলনকারীদের দ্বারা করা হচ্ছে।

বিজিবি জানায়, উত্তোলিত বালু ভর্তি ট্রলি/ট্রাক্টরের ভেতর মাদকসহ চোরাই মালামাল পাচারের সমূহ সম্ভাবনা রয়েছে। বালু মহালের আড়ালে স্থানীয় জনগণ অধিকাংশ সময়ে কোদাল ও টুকরি/ঝুড়ির মাধ্যমে সীমান্তের শূন্য লাইন এবং ভারতের অভ্যন্তর থেকে বালু উত্তোলন করে ভ্যানে ও অটোরিকশায় করে পাচার করছে। ট্রাক্টর ও অটোভ্যানের মাধ্যমে ব্যাপক হারে বালু পরিবহনের ফলে সীমান্ত থেকে বর্ডার রোড পর্যন্ত কাঁচা রাস্তা স্থানীয়দের ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। বর্ডার রোডের পুরো অংশেই বিভিন্ন স্থানে গর্তসহ উঁচু-নিচু খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জরুরি ভিত্তিতে গমনাগমন সম্ভব হচ্ছে না।

৩৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: মেহেদী হাসান জানান, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ বালু পরিবহনের দায়ে আটটি অভিযানের মাধ্যমে ২৭ হাজার ৩৩০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তারপরও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। বিভিন্ন সূত্রের মাধ্যমে এবং যৌথ অভিযান চলাকালে আটককৃত বালুর শ্রমিক/চালকদের সাথে কথোপকথনে জানা যায় মূলত; ইজারাদারের পৃষ্ঠপোষকতায় বৈধ এবং অবৈধ উভয় পন্থায় বালু উত্তোলন করা হচ্ছে। ফলে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপকতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। বিজিবি’র পক্ষ থেকে জেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভবে বিষয়টি অবহিত করা হয়েছে এবং সেখানে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বালুমহাল এলাকায় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্থায়ী পোষ্ট স্থাপন, টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং বালুমহালের সীমানা নির্ধারণকৃত এলাকাটি স্পষ্টিকরণের (চিহ্নিত) নিমিত্তে মজবুত খুঁটির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পতাকা স্থাপন করা। অনিয়মগুলোর সাথে ইজারাদারের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ইজারা বাতিল করার প্রস্তাবও করা হয়েছে।

বিজিবি’র এই অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহ ব্যাটালিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন বরাক নদী হতে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন কেউ করতে না পারে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সীমান্তে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সর্বোপরি বিজিবি’র জোর তৎপরতা যৌথ বাহিনী আকারে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বলবৎ রাখতে হবে।’

আন্তর্জাতিক সীমারেখার/ভূমির এই অখণ্ডতা রক্ষার পাশাপাশি গরীব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষদের নিরাপত্তায় স্থানীয় জনগণের আন্তরিকতা, সহযোগিতা, স্বদিচ্ছা এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।