বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন শ্রমিক সংগঠনের দোয়া

বুধবার বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বিভিন্ন শ্রমিক সংগঠনের দোয়া
বিভিন্ন শ্রমিক সংগঠনের দোয়া |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক, মুদ্রণ শিল্প, রিকশা ভ্যান, সংবাদপত্র হকার্স ও বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা। অনুষ্ঠানে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, মোটর শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মহিদুর ইসলাম, হোটেল শ্রমিক নেতা জাহিদ, লেদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, কার্যকরী সভাপতি সুলতান পশারী, মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: রহিম, সহ-সভাপতি গোলজার হোসেন, রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বি এম বকুল মোল্লা, পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হকার্স শ্রমিক নেতা আব্দুল মালেক, নির্মাণ ইউনিয়ন শ্রমিক নেতা বেলাল মন্ডল, বেকারী শ্রমিক নেতা নূর মোহাম্মদ রাঙ্গা, বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম, বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, শ্রমিক দল নেতা সাল্লু, আশরাফুল ইসলাম পুটু, রাজু, পল্টু শেখ, ফজলুর রহমান, মাসুদ মন্ডল, তৃণমূল দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল বারী, গৃহ নির্মাণ শ্রমিক নেতা মোখলেছার, শামীম আহম্মেদ হোসেন আলী প্রমুখ।

দোয়া মাহফিলে সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।