নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলে এ কর্মসূচি পালন করেন তারা।
ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টারের নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ এর মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।
বক্তারা এসময় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অপকর্ম করে সারা বাংলাদেশ থেকে ছাত্রদের হাতে নাজেহাল হয়ে পালিয়ে গেছে। বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে যারা বিঘ্ন সৃষ্টি করছে, সেই ফ্যাসিস্ট হাসিনা অনলাইনে লকডাউন ঘোষণা করেছে। আর এখন বিদেশে বসে স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তা সফল হতে দেবেন না। সবাইকে নিয়ে তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আশুলিয়া থানা জামায়াতের আমির বশির আহম্মেদ, ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মো: আল আমিন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় থানা সেক্রেটারি মো: সোহেল রানা প্রমুখ সহ আরো অনেকে।



