দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর প্রতিপক্ষের হামলায় নিহত

ঘটনার বিবরণ থেকে জানা যায়, মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

Location :

Gopalpur
দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর প্রতিপক্ষের হামলায় নিহত
দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর প্রতিপক্ষের হামলায় নিহত |সংগৃহীত

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) ভোর রাতে ‍উপজেলার নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেইট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে গোপালপুর থানা পুলিশ।

নিহত চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত দেড় ডজন মামলা রয়েছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারে ফেরার পথে শাখারিয়া স্লুইস গেইট এলাকায় তারপর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে নেয়া হয় টাঙ্গাইল সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে জাহাঙ্গীরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।