শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ

শুক্রবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকার মুক্তিযুদ্ধ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচার এবং স্বৈরাচারবিরোধী ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তমিজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহমেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য রায়হান সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রনেতা মো: জহিরুল ইসলাম, জুলাইযোদ্ধা তুষার মোল্লা, আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মো: ওবায়দুল হক ও সাদিয়া আফরিন সোহা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ কর্মসূচি শেষে বাদ মাগরিব উপজেলা পরিষদ মসজিদে হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।