রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধে বাইট্টা চাকমা নিহত

রাঙ্গামাটির কাউখালী সীমান্তবর্তী সাপছড়ি যৌথ খামার এলাকায় ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধে বাইট্টা চাকমা নিহত হয়েছেন।

Location :

Kaukhali
রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধে বাইট্টা চাকমা নিহত
রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধে বাইট্টা চাকমা নিহত |নয়া দিগন্ত

কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা

রাঙ্গামাটির কাউখালী সীমান্তবর্তী সাপছড়ি যৌথ খামার এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নেতা কালেক্টর বাইট্টা চাকমা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার যৌথখামার এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউপিডিএফ প্রসীত গ্রুপের নেতা ও চাঁদা কালেক্টর বাইট্টা চাকমা। বিশ্বস্ত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এটি রাঙ্গামাটি সদরের আওতায় সাঁপছড়ি যৌথখামার এলাকায় হয়েছে বলে জানতে পেরেছি।