খুলনায় ২০০ টাকার জেরে স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত

মাসুদ চাঁদনীর ভাই হৃদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় টাকা চাইতে গেলে মাসুদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে আঘাত করেন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয় |ফাইল ছবি

খুলনায় ভাইয়ের পাওনা ২০০ টাকা ফেরত দিতে বলায় স্ত্রী চাঁদনীকে (২৫) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাসুদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাসুদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজ এলাকার প্যারিসের বাড়িতে ভাড়া থাকতেন রাজমিস্ত্রী মাসুদ ও তার স্ত্রী চাঁদনী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামান্য বিষয় নিয়ে দম্পতির মধ্যে কলহ বাধে। একপর্যায়ে মাসুদ স্ত্রীকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে রাতে মৃত্যু হয়।

চাঁদনীর ভাই হৃদয় অভিযোগ করে বলেন, ‘ঘটনার সময় আমি বোনের বাড়িতেই অবস্থান করছিলাম। সামান্য ঘটনা নিয়ে প্রায়ই আমার বোনকে মারধর করত মাসুদ। আজও একই ঘটনা ঘটে। তাকে মেরে আহত করার পর থেকে মাসুদ বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। ঘটনার পর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।’

সামান্য বিষয় নিয়েই প্রায়ই তার বোনকে মারধর করতেন মাসুদ। এদিনও একই ঘটনা ঘটে। বোনকে মারধরের পর সে বাড়ি থেকে পালিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, কয়েকদিন আগে মাসুদ চাঁদনীর ভাই হৃদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিেন। মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় টাকা চাইতে গেলে মাসুদ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ডান চোয়ালে আঘাত করলে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন।