মুন্সীগঞ্জ প্রতিনিধি ও লৌহজং সংবাদদাতা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার সামনে (মাওয়া প্রান্ত) পাঁচটি গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খান বাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।
জানা যায়, একটি বাস ব্রেক ফেল করে অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় পরপর আরো তিনটি গাড়ি একে অপরের পেছনে ধাক্কা দিলে মোট পাঁচটি গাড়ির সংঘর্ষ ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে খান বাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। গাড়িগুলোর মধ্যে দুইটি মাইক্রোবাস ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পদ্মাসেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।