গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদত্যাগ করা ব্যক্তিরা হলেন- দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শুখহরন বিশ্বাস, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক বাবু সরকার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার ও দফতর সম্পাদক গোলাম শিকদার।
সম্মেলনে তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের নীতি ও আদর্শের সাথে মিল না থাকায় আমরা আজ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’



