ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে ৩০ জন আহত হয়েছেন।
সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গতকাল বুধবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মহিউদ্দিন ও শহীদ উল্লাহর লোকজন সরকারি রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টাকালে একই গ্রামের মারফত আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে গত মঙ্গলবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার সকাল ৭টার দিকে একই ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।



