লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক

‘আটক দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটক দুইজন জাল টাকা কারবারের সাথে জড়িত রয়েছেন।’

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক
লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০০টি এবং পাঁচ শ’ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো: জুয়েলের স্ত্রী মোসা: সুমি বেগম (২৫) ও মো: তাজউদ্দিনের ছেলে মো: মার্শাল (২০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো: সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে মোট এক লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘আটক দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটক দুইজন জাল টাকা কারবারের সাথে জড়িত রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’