বড়লেখা-জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও তল্লাশি

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
বিজিবির তল্লাশি
বিজিবির তল্লাশি |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)। খুলনায় এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিনভর বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) নিয়ন্ত্রণাধীন বড়লেখা ও জুড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকার সীমান্তবর্তী বিওপিগুলোতে এ বিশেষ তৎপরতা দেখা গেছে।

নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল দল মোতায়েন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। একই সাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও কয়েকগুণ বাড়ানো হয়েছে।

বিজিবি জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এ কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের কাছে সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শন করা হচ্ছে, যাতে দুষ্কৃতিকারীদের শনাক্ত করা সহজ হয় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।’