ছেলের বউয়ের হাতে মারধরের শিকার, সালিশ ডাকতে গিয়ে মারা গেলেন শ্বশুর

‘লাশটি পোস্টমর্টেম করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে।’

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
ছেলের বউয়ের হাতে মারধরের শিকার, সালিশ ডাকতে গিয়ে মারা গেলেন শ্বশুর
ছেলের বউয়ের হাতে মারধরের শিকার, সালিশ ডাকতে গিয়ে মারা গেলেন শ্বশুর |নয়া দিগন্ত

খেত থেকে সবজি তুলে আনায় ছেলের বউ ও ছেলের হাতে মারধরের শিকার হন হযরত আলী (৮০) নামের এক বৃদ্ধ। পরে সালিশ ডাকতে গিয়ে রাস্তায় পড়ে মারা যান তিনি।

রোববার (২২ জুন) জামালপুরের মেলান্দহ উপজেলায় ঘটনাটি ঘটে।

মৃত হযরত আলী ওই এলাকার মরহুম নায়েব মন্ডলের ছেলে।

অভিযুক্তরা হলেন- ছেলে দুলাল ও ছেলের বউ জামিরন বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) দুপুরে ছেলের খেত থেকে সবজি তুলে নিয়ে আসেন হযরত আলী। ছেলের বউ জানতে পেরে শ্বশুরের সাথে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে ছেলের বউ ও ছেলে মিলে বৃদ্ধ হযরত আলীকে ইট দিয়ে ঢিল মারেন ও বাম হাতে দেশীয় অস্ত্র দ্বারা কোপ দেন। এতে তার হাত ভেঙে যায়।

পরদিন রোববার সকালে সালিশ ডাকার জন্য প্রতিবেশীদের ঘটনা জানিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লাশটি পোস্টমর্টেম করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে।’