সিংড়ার চলনবিলে পাখি শিকার, বক-ঘুঘু অবমুক্ত

নাটোরের সিংড়ার চলনবিলে ১০টি বক ও ৪টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। শিকারিরা মুচলেকা দিলে ফাঁদ ও জাল ধ্বংস করা হয়, জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়ার চলনবিলে ফাঁদ ও জাল থেকে পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে
সিংড়ার চলনবিলে ফাঁদ ও জাল থেকে পাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় চলনবিলে ধানক্ষেতে বিশেষভাবে তৈরি কিল্লা ঘরের ফাঁদ ও কারেন্ট জালে আটক ১০টি বক ও ৪টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

রোববার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বিলদহর ও কালিনগর মাঠে ও বারইহাটি বিলে এ অবমুক্তকরণ করা হয়।

পরে আর কোনোদিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় দুই শিকারিকে ছেড়ে দেয়া হয়। ধ্বংস করা হয় বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জাল।

বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন পরিবেশ কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক অনিক আহমেদ, সহ-দফতর সম্পাদক আতিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, সাংবাদিক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী শফিউর রহমান রাজ প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলের ধানক্ষেতে বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে ওঠে শিকারিরা। আর এ বিলের পাখি রক্ষায় কাকডাকা ভোরে দুর্গম বিলে ছুটে চলেন তারা।

দীর্ঘ এক যুগ ধরে বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করছেন বলেও জানান তিনি।