‘নির্বাচনকে বানচাল করার অনেক ষড়যন্ত্র হচ্ছে’

‘আজ থেকে ১৭ বছর আগে যখন বাংলাদেশের গণতন্ত্র যখন হরণ করেছিল তখন আমাদের নেতা তারেক রহমান দেশ ও জাতির পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের ১৭ বছরের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নুরুল আমিন
মিরসরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নুরুল আমিন |নয়া দিগন্ত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে বানচাল করার অনেক ষড়যন্ত্র হচ্ছে। ৭১ এবং ২৪-এর পরাজিত শত্রুতা একত্রিত হয়ে গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য যখন দেশ সঙ্কটে পড়ে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা দেশের পাশে দাঁড়ায়, জনগণের পাশে দাঁড়ায়। আজ থেকে ১৭ বছর আগে যখন বাংলাদেশের গণতন্ত্র যখন হরণ করেছিল তখন আমাদের নেতা তারেক রহমান দেশ ও জাতির পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের ১৭ বছরের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা সদরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, ‘আমরা বিগত ১৭ বছর নেতার নেতৃত্বে যে আন্দোলন করেছি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সেই ভোট অধিকার এখনো আদায় করতে পারি নাই। আমাদের ভোট অধিকার প্রয়োগ হবে ইনআশাল্লাহ প্রিয় নেতার নেতৃত্বে।’

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বিএনপি নেতা মুছা চেয়ারম্যান, মোশাররফ হোসেন, নুরুল আলম মেম্বার, ইয়াছিন মিজান, রফিকুল ইসলাম, আজিজ মেম্বার, ইমাম হোসেন বাবলু, রফিকুল ইসলাম, মনজুরুল হক মঞ্জু, মিলন ভূঁইয়া, মাজহারুল ইসলাম, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরওয়ার্দী, জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু দাউদ, স্বেচ্ছাসেবক দলের মিরসরাই উপজেলা সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান, সালমান হায়দার, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

র‌্যালি ও সমাবেশে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর সমাগম হয়।