ময়মনসিংহে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে ফ্রি মেডিক্যাল চেকআপ

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এ সময় অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের কাছে হাদিয়াসহ উপহার বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ফ্রি মেডিক্যাল চেকআপ অনুুষ্ঠান
ফ্রি মেডিক্যাল চেকআপ অনুুষ্ঠান |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিক্যাল চেকআপ ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এ সময় অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের কাছে হাদিয়াসহ উপহার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদের সভাপতিত্বে চেকআপ ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ আশিকুল রাব্বির পিতা আব্দুল খালেক সরকার, সমন্বয়ক হাসানুর রহমান সজিব, নাগরিক কমিটি ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোজাম্মেল, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, মানবাধিকার সংগঠন সুজনের উপজেলা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন।

অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়ক, সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।