পার্বত্য চট্টগ্রাম : এবার শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত

রোববার জারি করা এক পত্রে টাস্কফোর্সের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন স্বাক্ষরিত নোটিশে এ সভা স্থগিত করা হয়।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত
শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত |নয়া দিগন্ত

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও উদ্বাস্তু পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্ধারণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের ১২তম সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত সভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

রোববার (১৯ অক্টোবর) জারি করা এক পত্রে টাস্কফোর্সের সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন স্বাক্ষরিত নোটিশে এ সভা স্থগিত করা হয়।

নোটিশে জানানো হয়, সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

আগামী ২২ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে আজ (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাও স্থগিত করা হয়। রাঙ্গামাটি সচেতন ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার সভাটি স্থগিতের ঘোষণা আসে।

কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে অনিবার্য কারণ দেখিয়ে ভূমি কমিশনের সভা স্থগিতের কথা জানানো হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদসহ (পিসিসিপি) সচেতন ছাত্র-জনতা পার্বত্য ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করার ঘোষণা দেয় এবং আট দফা দাবিতে ১৪ অক্টোবর রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। পরদিন সংবাদ সম্মেলনে তারা ১৯ অক্টোবর হরতালের ডাক দেয়। তবে সভা স্থগিতের ঘোষণা এলে আন্দোলনকারীরা হরতাল প্রত্যাহার করেন।

এদিকে দুই গুরুত্বপূর্ণ কমিশনের সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি অভিযোগ করেছে, ২০১৬ সালে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনে পার্বত্য বাঙালিদের কোনো প্রতিনিধি না থাকায় এ নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।