কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও প্রীতিভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আবুল কালাম শামসুদ্দিন রানার হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।
এসময় অতিথিদের মধ্যে ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল মো: আতিকুর রহমমান, জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহানী, সিন্দুকছড়ি ইসমাইল সামস আজিজী, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মঞ্জুরুল আলম, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরন আকতারসহ সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।