দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল

দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল
দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল |নয়া দিগন্ত

দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এই নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ৪ শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লিলির মোড় ও হাসপাতাল মোড় অতিক্রম করে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছা: মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টিম সদস্যা আফরোজা বেগম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অ্যাডভোকেট মাইনুল আলম ভাইকে বিজয়ী করে এই আসনটি উপহার দিতে চাই। দিনাজপুরে ভোটের মাঠে মহিলা বিভাগের সরব উপস্থিতিই আমাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করবে।’

নির্বাচনী প্রচারণায় কর্মীদের আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ‘প্রত্যেক কর্মীকে বিনয় ও নম্রতার সাথে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কারও সাথে কোনো প্রকার উগ্র আচরণ করা যাবে না।​ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে হবে।’

মিছিলে অন্যদের মধ্যে নেতৃত্ব দেন মহিলা বিভাগের জেলা টিম সদস্য নার্গিস আরা বেগম ও আজিফা খানম, দিনাজপুর শহর ও সদর মহিলা বিভাগ টিম সদস্যা রিফাত সালেহীন, মুন্নিয়ারা, শাহনাজ পারভীন, লুৎফুন নাহার, শেফালী বেগম, শাপলা বেগম প্রমুখ।