চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে নকুল কুমার মল্লিক (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাশেম খাল এলাকা থেকে তার লাশ উদ্ধার উদ্ধার করা হয়।
জানা যায়, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকার বাসিন্দা জেলে নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। পরে ডলুছড়ি ঘাট এলাকায় তার নৌকাটি পাওয়া গেলেও সে নিখোঁজ হয়।
স্থানীয় ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, ‘নিখোঁজের স্বজনরা দু’দিন ধরে কর্ণফুলী নদীতে অনেক খোঁজাখুঁজি করেছে। নিখোঁজের দু’দিন পর কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা হাসেম খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।’
রাঙ্গুনিয়া মডেল থানার (এসআই) সুজন কবির মৃধা বলেন, ‘নিখোঁজ জেলের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।’