বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর পৌর শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) মির্জাপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত পৌর সভাপতি মো: শহিদুর রহমান।
সকাল ১১টার দিকে সাধারণ সম্পাদক রেমন মিয়ার পরিচালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোবারক হোসেন, টাঙ্গাইল জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন রিপন, মির্জাপুর উপজেলা মানবাধিকারের সভাপতি মো: লাভলু সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।