বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজারো ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এমন দিন যেন আগামীতে আমাদের আর দেখতে না হয়।’
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমাদের এ শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করে দেশ নায়ক তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করে শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী দিনের শিক্ষানীতি প্রণয়ন করা হবে।’
অনুষ্ঠানের শুরুতে শামা ওবায়েদকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান ও শিক্ষকবৃন্দ।
নব কামপল্লী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক, খন্দকার আনারুল বাশার আজাদ প্রমুখ।
এ সময় গভর্নিং বডির অন্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা।