দশমিনা ও গলাচিপায় বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

শনিবার (১৭ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina

পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বরাবর প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম জোরদার করতে এবং দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংহত করতে এ বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী জেলা বিএনপির আওতাধীন দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কমিটি বিলুপ্তির বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সংগঠনের কাঠামোকে আরো গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এতে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।